১২ বৈশাখ, ১৪৩১ - ২৫ এপ্রিল, ২০২৪ - 25 April, 2024
amader protidin

২৬ জনকেই মাঠে নামিয়ে বিশ্বকাপে ব্রাজিলের রেকর্ড

আমাদের প্রতিদিন
1 year ago
1K


 

ক্রীড়া ডেস্ক :

আগের প্রথা ভেঙে এবারের বিশ্বকাপের জন্য দল বড় করা হয়েছে। প্রতিটি দলের স্কোয়াড ছিল ২৬ জনের। আর প্রত্যেককেই মাঠে নামিয়েছেন তিতে, যা বিশ্বকাপে রেকর্ড।

সোমবার রাতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-১ গোলে জয়ের ম্যাচে আলিসনকে উঠিয়ে তিতে শেষ ১০ মিনিট খেলান থার্ড-চয়েজ গোলকিপার ওয়েভারটনকে। তাতে সেলেকাওরা প্রথম দল হিসেবে বিশ্বকাপ ইতিহাসে এক আসরে ২৬ জন ভিন্ন খেলোয়াড়কে ব্যবহারের রেকর্ড গড়েছে।

দুই ম্যাচ হাতে রেখে শেষ ষোলো নিশ্চিত করায় ক্যামেরুনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে দলে বড়সড় পরিবর্তন এনেছিলেন তিতে। এছাড়া একাধিক ইনজুরি তো ছিলই। ক্যামেরুনের বিপক্ষে ব্যাকআপ গোলকিপার এডারসনকে নামায় তারা। স্কোয়াডের ২৫ জনেরই এই আসরের ম্যাচ খেলার অভিজ্ঞতা হওয়ার পর সবশেষ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ওয়েভারটনও সুযোগ পান বদলি নেমে। তাতেই হলো বিশ্বকাপের রেকর্ড।

এক আসরে সব খেলোয়াড়কে ব্যবহার করার আগের রেকর্ড ছিল নেদারল্যান্ডসের। ২০১৪ সালে ব্রাজিলের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাইকেল ভোর্মকে নামিয়ে ২৩ জনের সবাইকে খেলায় ডাচরা।

সর্বশেষ

জনপ্রিয়