স্টাফ রিপোর্টারঃ
নাটোরের বাগাতিপাড়ায় অবৈধ প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট পরিচালনা, ৩ টি মামলা দায়ের। রাজশাহী বিএসটিআই বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, বুধবার (০৯ অক্টোবর সকালে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন, নাটোর ও বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর যৌথ উদ্দ্যেগে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই হতে মান যাচাই ব্যতিত ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায়-১ বিপ্লব বেকারি, তমালতলা, নাটোর প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন বাগাতিপাড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুল। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।
অপরদিকে একই এলাকায় মোবাইল কোর্টে মেসার্স পার্থ এন্টারপ্রাইজ, বাগাতিপাড়া, নাটোর প্রতিষ্ঠানটির ডিজিটাল স্কেলের (১২০০ কেজি) ভেরিফিকেশন সনদের মেয়াদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ২হাজার টাকা জরিমানা করা হয় এবং মেসার্স ভাই ভাই অয়েল সেন্টার , তমালতলা, বাগাতিপাড়া, নাটোর প্রতিষ্ঠানটি বৈধ ভেরিফিকেশ সনদ ব্যতীত লিটার মেজার্স ব্যবহার করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সুরাইয়া মমতাজ। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক (মেট্রোলজি) কামরুল হাসান।