আগামী মঙ্গলবার বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা কর্মসূচি

আমাদের প্রতিদিন
2024-12-12 04:12:43

নিজস্ব প্রতিবেদকঃ

“বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে রংপুরে আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০ টা হতে রাত ৮টা পর্যন্ত রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৪ কর্মসূচি পালিত হবে। রংপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান বিকেল ৫ টায়, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) আজমল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহানগর পুলিশ কমিশনার রংপুর মজিদ আলী (বিপিএম), রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান, পুলিশ সুপার রংপুর মোহাম্মদ শরীফ উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক একেএম রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান রুমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ সূত্রে জানা যায়, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলা, নতুন কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন এবং আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে বৃক্ষরোপণ অভিযানের গুরুত্ব অপরিসীম। দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে আগামী ১৫ অক্টোবর (মঙ্গলবার) রংপুর জিলা স্কুল মাঠে “বিভাগীয় বৃক্ষমেলা” এর শুভ উদ্বোধন হবে। যা সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত চলবে।