কারও জীবন নষ্ট করবেন না.....মেহজাবীন

আমাদের প্রতিদিন
2025-01-14 13:40:51

ফাইল ফটো

আমাদের ডেস্কঃ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনয় গুণে দর্শকহৃদয়ে অনেক আগেই জায়গা করে নিয়েছেন। দর্শকরাও মুখিয়ে থাকেন তার নতুন নতুন কাজের জন্য। এদিকে নিজের কাজ সব আপডেট দর্শকদের নিয়মিত জানিয়ে থাকেন এ অভিনেত্রী। মূলত সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমেই ভক্ত-শুভাকাঙ্খীদের সঙ্গে আপডেট থাকেন লাস্যময়ী এ সুন্দরী তারকা।

সোশ্যাল মিডিয়ায় শুধু ক্যারিয়ার কিংবা ব্যক্তিগত সুন্দর মুহূর্তের ছবি-ভিডিও পোস্টের মধ্যেই সীমাদ্ধ নন মেহজাবীন। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন ইস্যু কিংবা জনস্বার্থে নিজের মতামতও জানিয়ে থাকেন তিনি। এবার হঠাৎ করেই ফেসবুক ভেরিফায়েড পেজে লিখলেন, ‘কারও জীবন নষ্ট করবেন না।’ কিন্তু কেন এমনটা লিখলেন এ অভিনেত্রী? মেহজাবীন অবশ্য নিজেই তার এই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। মূলত চারপাশে ঘটে যাওয়া নানা অমানবিক ঘটনাগুলো বেশ ভাবায় তাকে। তেমনই একটি ঘটনার প্রতিবাদ করে নির্যাতিতার পক্ষে মন্তব্য করেছেন ‘ বড় ছেলে’ খ্যাত অভিনেত্রী।

কিছুদিন আগেই নির্মম নির্যাতনের শিকার হয়েছেন এক গৃহকর্মী। সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। ভুক্তভোগী গৃহকর্মী ও নির্যাতনকারীর ছবি ফেসবুক নিউজফিডে ঘুরে বেড়াচ্ছে সবার।

এ ইস্যুতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেহজাবীন লিখেছেন, ‘এই ছবিটি গত কয়েকদিন ধরে এতবার দেখেছি যে এটা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। যারা গৃহকর্মীর সাহায্য নেন, তাদের হয় সাহায্য করুন, বুঝিয়ে বলুন আর যদি তারা আপনার প্রত্যাশা পূরণ করতে না পারে, তাহলে তাদের ছেড়ে দিন। কিন্তু তাদের ক্ষতি করবেন না। করো জীবন নষ্ট করবেন না। শারীরিক বা মানসিকভাবে ভেঙে ফেলবেন না। এটা শুধু ভুল নয়, এটা অপরাধ। অপরাধী হবেন না।’

এর আগে তিনি লিখেছেন, বামে যেই ছবিটা দেখা যাচ্ছে, সেটা একজনের পোস্ট, যিনি একজন গৃহকর্মীকে নির্যাতন করেছেন। যা এখনও প্রমাণিত হয়নি মনে হয়, তদন্ত চলছে। আর ডান পাশের মানুষটি হলেন সেই নির্যাতিত গৃহকর্মী।’ এরপরই সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পর্কে এ অভিনেত্রী লিখেছেন, ‘দয়া করে সোশ্যাল মিডিয়ায় যা কিছু দেখছেন, সবকিছু বিশ্বাস করবেন না। অনেকেই শুধু ভান করছে। কেউ ভালো সাজে, কেউ নিজেকে ভুক্তভোগী হিসেবে দেখায়, কেউ ক্ষমতাশালী বলে দাবি করে, আবার কেউ নিরপরাধের অভিনয় করে। বাস্তবে, প্রত্যেকেই কোনো না কোনোভাবে অভিনয় করছে, আর কেউ কেউ তো বুঝতেও পারে না যে তারা কী করছে। তবে মনে রাখবেন, সবকিছুই সত্য নয় যা আপনি অনলাইনে দেখেন। মানুষজন নিজেদের নিয়ে বড় বড় কথা লিখে, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি, কাজ কথার চেয়ে বেশি শক্তিশালী।’