ইসরায়েলি হামলায় লেবাননে তিন সাংবাদিক নিহত

আমাদের প্রতিদিন
2024-12-12 07:03:23

ফাইল ফটো

আমাদের ডেস্কঃ

লেবাননের একটি গেস্টহাউজে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জানা যায়, আজ আজ শুক্রবার উত্তরপূর্ব লেবাননে এই হামলা চালানো হয়। ওই গেস্টহাউজে ৭টি সংবাদ সংস্থার সাংবাদিকরা অবস্থান করছিলেন। এতে তিন সাংবাদিক নিহত হয়েছেন। বাইরে রাখা তাদের ‘প্রেস’ লেখা গাড়ি ছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, হাসবায়া এলাকার একটি গেস্টহাউজে এই হামলা হয়েছে। সেখানে তখন কয়েক ডজন সাংবাদিক অবস্থান করছিলেন। এর মধ্যে তিনজন নিহত হন। নিহতের আল-মানার  টিভি ও আল মায়াদীন  টিভির বলে জানা গেছে। এ নিয়ে শোক প্রকাশ করে বিবৃতিও দিয়েছে সংবাদমাধ্যম দুটি।

এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন লেবাননের তথ্যমন্ত্রী। আগেও এমন হামলার অভিযোগ রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে। ওই সময় সব হামলায় নিজেদের নির্দোষ দাবি করেছে তারা। এবারের ঘটনায় তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। নিহত তিনজন হলেন ক্যামেরা অপারেটর ঘাসান নাজ্জার, ইঞ্জিনিয়ার মোহামেদ রেদা ও আরেক ক্যামেরা অপারেটর উইসাম কাসেম। এই হামলার তিন সাংবাদিক আহত নিশ্চিত করেছেন লেবাননের স্বাস্থ্যমন্ত্রী। এর আগে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৫ জন নিহত হন। নিহতদের মধ্যে রয়টার্সের সাংবাদিক ইসাম আবদাল্লাহও ছিলেন।

আজকের ঘটনার একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছেন আল-জাদীদ নামের এক সংবাদকর্মী। ওই ভবনেই ছিলেন তিনি। তাঁর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বোমা হামলায় ধসে গেছে পুরো ভবন। তাতে ছাদ ভেঙে ফ্লোরে ছড়িয়ে পড়ে। বাইরের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।