গঙ্গাচড়ায় দুই বোনসহ ৩ নারী মাদক কারবারি আটক

আমাদের প্রতিদিন
2024-12-12 11:08:33

গঙ্গাচড়া (রংপুর)প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল দেড় কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে আটক করেছে।

আটক মাদক কারবারিরা হলেন মুন্সিগঞ্জ জেলার সদর থানার সুমা ডালি কান্দি এলাকার মৃত দুদু ব্যাপারী মেয়ে পারুল আক্তার (২৭), জেসমিন আক্তার (২৫)

রংপুর মহানগরীর লালবাগ চার তলা মোড় এলাকার মৃত মোরশেদ আলম এর স্ত্রী মোছাঃ মনি বেগম (৫০)

থানা পুলিশ জানায়, শনিবার আনুমানিক  বেলা আড়াইটার সময় আটক তিন নারী মাদক কারবারি  লালমনিরহাট জেলার সীমান্ত এলাকা থেকে  ফেন্সিডিল গাঁজা নিয়ে অটোযোগে রংপুর শহরের দিকে যাচ্ছিল। গোপন সংবাদে গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান এর নির্দেশনায় এসআই ডেভিড  হিমাদ্রী বর্মা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলী এলাকা থেকে তাদেরকে আটক করে। সময় আটককৃত মাদক কারবারিদের কাছে থাকা ব্যাগ থেকে ৩০ বোতল ফেনসিডিল দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান জানান আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনের মামলায় কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।