সকল শহীদের রক্তের বিনিময়ে আর্দশ ইসলামী সমাজ গঠন করা হবে- মাহবুবুর রহমান বেলাল

আমাদের প্রতিদিন
2025-04-22 16:22:54

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেছেন, ২৮ শে অক্টোবরের শহীদদের সহ সকল শহীদের রক্তের বিনিময়ে এদেশে একটি আর্দশ ইসলামী সমাজ গঠন করা হবে।

তিনি আজ সোমবার (২৮ অক্টোবর) রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখা আয়োজিত ২০০৬ সালের ২৮ শে অক্টোবরের ১৪ দলের লগি বৈঠার নৃশংস তান্ডবের প্রতিবাদ ও খুনীদের বিচারের দাবীতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথীর বক্তব্যে এ কথা বলেন।

জামায়াত নেতা বেলাল বলেন, ফ্যসিস্ট আওয়ামীলীগের খুনীরা এদেশের হাজার হাজার ইসলাম প্রিয় সাধারন মানুষের ওপর ফ্যসিবাদী জুলুম নিপীড়ন চালিয়ে হত্যা করে পৈচাশিক রাজত্ব কায়েম করেছিল।

আল্লাহ রাব্বুল আল আমীন ছাত্র জনতার উর্মীমালায় তাঁদের দেশান্তরিত করে সকল অহংকার ভেঙ্গে ফেলেছে। তিনি লগি বৈঠার নৃশংস তান্ডবের খুনীদের সহ সকল খুনীদের বিচারের দাবী জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী শান্তিপ্রিয় ছাত্র জনতাকে সাথে নিয়ে সকল খুনীদের বিচার সহ এদেশে কোরআনের রাজ কায়েম করবে ইনশাআল্লাহ।

জামায়াতে ইসলামীর রংপুর মহানগর শাখার নায়েবে আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের মহানগর সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, জেলা সেক্রেটারী মাওলানা এনামুল হক, স্থল বন্দর শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যপক আবুল হাশেম বাদল, শ্রমিক কল্যান মহানগর সভাপতি শরিফুল ইসলাম, জামায়াতের মহানগর সহকারী সেক্রেটারী ও কোতয়ালী থানা আমীর আনোয়ারুল হক কাজল, প্রচার সেক্রেটারী এডভোকেট কাওছার আলী, জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক রায়হান সিরাজী, মহানগর তাজহাট থানা আমীর মাওলানা গোলাম কিবরিয়া, পরশুরাম থানা আমীর এডভোকেট মাহবুব আলম, হাজীর হাট থানা আমীর বেলাল হোসাইন, কর্ম পরিষদ সদস্য আল আমিন হাসান, ইসলামী ছাত্রশিবিরের মহানগর সভাপতি গোলাম জাকারিয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সভাপতি সোহেল রানা প্রমুখ।