স্মার্টফোন ও ক্যামেরা

আমাদের প্রতিদিন
2024-12-12 08:41:45

আমাদের ডেস্কঃ

প্রতিনিয়তই উন্নত হচ্ছে প্রযুক্তি। এর বদৌলতে বর্তমানে মানুষের হাতে হাতে স্মার্টফোন। অনেকেই নিজের পছন্দ অনুযায়ী সাধ্যের বাহিরে গিয়েও স্মার্টফোন কিনে থাকেন। শুধু মাত্র পছন্দ অনুযায়ী কনফিগারেশনের জন্য। কেউ কেউ ভিডিও গেমসের জন্য কনফিগারেশন পছন্দ করে আবার কেউ ভালো ছবি তোলার জন্য ক্যামেরার কনফিগারেশনের দিকে বেশি মনযোগী হয়ে থাকে। কিন্তু ক্যামেরা বা কনফিগারেশন ভালো হলেই যে ছবি ভালো হবে তা কিন্তু না। ছবি তোলা একটি শিল্প যা শিল্পীর কল্পনা এবং প্রযুক্তিগত দক্ষতার উপরে অনেকাংশে নির্ভর করে। শখের জন্য ছবি তুলুন অথবা পেশাগত কারণে কিছু প্রাথমিক কৌশল জানা থাকলে ভালো ছবি তোলা সম্ভব।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিায়ার প্রতিবেন থেকে জানা গেছে, বর্তমানে স্মার্টফোনগুলো অবিশ্বাস্যভাবে উন্নত হচ্ছে। বিভিন্ন কোম্পানি ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী ক্যামেরার কনফিগারেশন নিয়ে বাজারে স্মার্টফোন নিয়ে আসে। তবে ভালো ছবি তুলতে হলে কিছু প্রাথমিক কৌশল জানা দরকার। চলুন জেনে নেই কৌশলগুলো যার মাধ্যমে আপনার তোলা ছবিগুলো সুন্দর হবে।

ক্যামেরার লেন্স- ভালো ছবি তোলার জন্য স্মার্টফোনের ক্যামেরার লেন্স পরিষ্কার করা অত্যন্ত জরুরি। তা না হলে ছবি ঘোলা অথবা বিষয়বস্তু আবছায়া থেকে যাবে। ফলে ক্যামেরার লেন্সে যেনো ধুলাবালি না পড়ে সেদিকে মনোযোগী হতে হবে। শুতি কাপড় বা নরম টিস্যু দিয়ে প্রতিনিয়ত এটি পরিষ্কার রাখা উত্তম। এছাড়া ছবি তোলার সময় যেনো আঙুলের ছাপ লেন্সে না পড়ে সেদিকেও নজর দিতে হবে। এছাড়া অনেকেই আবার পেশাগত কারণে নির্দিষ্ট ক্যামেরা কিনে থাকেন তাদেরও ক্যামেরার লেন্স যত্ন নেয়া প্রয়োজন।

আলোর বিষয়ে নজর দেয়া- ফটোগ্রাফারের জন্য ক্যামেরার সঙ্গে সঙ্গে সমানভাবে আলোরও প্রয়োজন। তাই আলোর বিষয়টি সব সময় মাথায় রাখতে হবে। কোন আলোতে ছবি ভালো হবে সেই বিষয়টি বুঝতে হবে। বেশি আলোতে ছবি ঝলসে যেতে পারে সেক্ষেত্রে ক্যামেরার সেটিংস ঠিক করে আলোর সাথে সামঞ্জস্য করে ক্যামেরা সেটাপ করতে হবে। এতে ভালো ছবি তোলা সম্ভব। ভালো ছবি জন্য বিষয়বস্তু ও ফ্রেম অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিষয়বস্তুকে টার্গেট করার সঙ্গে সঙ্গে ফ্রেম ঠিক হলে দুর্দান্ত ছবি তোলা সম্ভব। তাই বিষয়বস্তু ঠিক করে ফ্রেম এঙ্গেল ঠিক করা জরুরি। গ্রিড লাইনে অনুভূমিক এবং উল্লম্ব রেখার সামঞ্জস্য থাকে। তাই গ্রিড লাইন ব্যবহার করে উপযুক্ত ফ্রেম নির্বাচন করা যেতে পারে।

ফোকাস এবং এক্সপোজার- যখন বিষয়বস্তু এবং ফ্রেম ঠিক থাকবে তখন ফোকাস ঠিক রাখতে হবে তা না হলে বিষয় অস্পষ্ট হতে পারে। এতে আপনার ক্লিকটি ফলপ্রসূ হবে না। এর জন্য ফেনের স্ক্রিনে আলতোভাবে চাপ করলে ফোকাস পয়েন্ট ঠিক হবে। এবং আলোর বিষয়টা খেয়াল করে এক্সপোজার সামঞ্জস্য করুন। ম্যানুয়ালি কন্ট্রোল পরীক্ষা করুন।

বিভিন্ন মোড সেটিংস ঠিক রাখা- আধুনিক স্মার্টফোনগুলি সাধারণত একাধিক মোড থাকে। যেমন- পোর্ট্রেট মোড, নাইট মোড এবং প্রো মোড। বিষয়বস্তুর ওপর নির্ভর করে মুড ব্যবহার করতে পারেন। ফ্রেম, বিষয়বস্তু এবং আলো তিনটি বিষয়কে কেন্দ্র করে মুড সেটিং নিশ্চিত করতে হবে। ম্যাক্রো মোডে ছবি তুলতে পারেন। ব্যক্তি, ভবন, পাতা এবং অন্যান্য বস্তুর সূক্ষ্মতা ফুটিয়ে তুলবে এই মোড।

ছবি সম্পাদন- ছবি তোলার পর বিভিন্ন অ্যাপ ব্যবহার করুন। এর মাধ্যমে ছবির রেজুলেশন ঠিক রেখে বাড়তি অংশ কেটে ফেলতে পারবেন। বিভিন্ন কালার গ্রেডিং ব্যবহার করে ছবিটি দুর্দান্ত করে তুলতে পারবেন। তবে সৈটি অবশ্যই সামঞ্জস্য রেখে এডিট করতে হবে। বেশি কালার গ্রেড ব্যবহার করলে ছবি নষ্ট হয়ে যাবে।