নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ আমার অহংকার’, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে রংপুরের পরশুরাম থানার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ অক্টোবর/২৪ তারিখে রংপুর জেলার পরশুরাম থানা এলাকায় একটি পরিকল্পিত গণধর্ষনের ঘটনা ঘটে। ভিকটিম রাত্রীবেলা নানীর বাড়ী হতে খালার বাড়ীতে যাবার সময় রাস্তা ভুলে যায়। তখন মোঃ রবিউল ইসলাম ভুট্টর দোকানে গিয়ে তার খালুর বাড়ী যাবার সঠিক রাস্তা জানতে চায় কিন্তু তিনি অসৎ উদ্দেশ্যে ভুল রাস্তা দেখিয়ে দেয়। অতঃপর মোঃ রবিউল ইসলাম ভুট্ট (৪৫), ও তার সহযোগীরা রাত্রী আনুমানিক সাড়ে ১০টার দিকে ভিকটিমকে বাঁশঝাড়ে নিয়ে গলায় ছুরি ধরে মৃত্যুর ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের বাবা মোঃ দুলাল মিয়া পরশুরাম থানায় মোঃ রবিউল ইসলাম ভুট্টকে প্রধান আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এবং র্যাব-১, ব্যাটালিয়ন সদর, উত্তরা, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে ৩১ অক্টোবর ঢাকা জেলার উত্তরা পশ্চিম থানা এলাকা হতে পলাতক রংপুর মহানগরীর পরশুরাম থানাধীন পান্ডারদিঘী গ্রামের মোঃ লুৎফুর রহমানের ছেলে মোঃ রবিউল ইসলাম ভুট্ট (৪৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।