গোবিন্দগঞ্জে চাউল সরবরাহ নিশ্চিত করতে তিনটি কারখানায় যৌথ বাহিনীর অভিযান

আমাদের প্রতিদিন
2025-03-20 13:54:52

গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

সরকারের খাদ্য বিভাগের সাথে চুক্তিকৃত চাউল নির্দিষ্ট সময়ে সরবরাহ নিশ্চিত করতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে প্রধান গ্রুপ সহ তিনটি স্বয়ংক্রিয় চাউল কলে অভিযান পরিচালনা করা হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্টেট মো: আসাদুজ্জামানের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে।

গত কাল বৃহস্পতিবার বিকেলে অভিযানে ওয়ারেন্ট অফিসার আব্দুল হামিদের নেতৃত্বে সেনাবাহিনীর এক দল সদস্য গোবিন্দগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মো: আসাদ এর নেতৃত্বে এক দল পুলিশ অংশ নেন।

উপজেলার শিল্পাঞ্চলখ্যাত মহিমাগঞ্জের প্রধান গ্রুপ লিমিটেডের দুটি স্বয়ংক্রিয় চাউল কারখানা আরআরএসআর অটো রাইচ মিল নামের দুটি কারখানা এবং তাদের গুদামে অভিযান পরিচালনা করা হয়।

সময় সরকার নির্ধারিত দরের চেয়ে বাজারে ধানের দাম বেশি থাকায় ধান সংগ্রহে ঘাটতির কারণে সময় মতো চাউল সরবরাহে বিলম্ব হচ্ছে বলে কারখানাগুলো থেকে জানানো হয়।

আভিযানিক দলের প্রধান গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আসাদুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, কারখানা তিনটিকে তাদের আবেদনের প্রেক্ষিতে আগামী ১৫ দিনের মধ্যে চুক্তিকৃত সমুদয় চাউল সরবরাহ করার নির্দেশ প্রদান করা হয়েছে।