নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার হাবু বালারঘাট ব্রীজ এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে রংপুর জেলা ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন বগুড়া জেলার কাহালু উপজেলার দিঘীর পাড় গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩২) ও বারোমাইল এলাকার উজ্জ্বল চন্দ্রের ছেলে জয়ন্ত কুমার (২০)।
জানাযায়, সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে লালমনিরহাটের সীমান্ত এলাকা থেকে আটককৃতরা গাঁজা নিয়ে শ্যালোমেশিন চালিত ভটভটি যোগে রংপুর শহরের দিকে যাচ্ছিল।
গোপন সংবাদে রংপুর জেলা ডিবি'র অফিসার ইনচার্জ আবু মোঃ সিদ্দিকুজ্জামান এর নেতৃত্বে এসআই ভূষণ চন্দ্র বর্মন সঙ্গীয় ফোর্সসহ দুই মাদক কারবারিকে আটক করে। এসময় ভটভটির ডালার মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান জানান, আটক দুই মাদক কারবারিকে মাদক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।