মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
মিঠাপুকুরে পূর্ব শত্রুতার জেরে কৃষকের সুপারি, আম, ইউক্যালিপ্টার্স ও কলাসহ প্রায় ২শ ৫০টি গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে আবারও দ্বিতীয় দফায় প্রায় ১ একর জমির সরিষা, ভুট্টা ও ধানক্ষেত নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা। কিন্তু এ পর্যন্ত মিঠাপুকুর থানা পুলিশ মামলা দায়ের করেনি। এরফলে চরম বিপাকে ও নিরাপত্তাহীনতায় ভুগছে ওই কৃষক। ঘটনাটি ঘটেছে উপজেলার মিলনপুর ইউনিয়নের সাতানি গ্রামে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তার ধারে বেশকিছু গাছ কেটে ফেলা হয়ে। এরমধ্যে রয়েছে সুপারি, আম, ইউক্যালিপ্টার্স ও দেশি কলাগাছ। বাড়ির পাশে একটি ক্ষেতে সরিষাগাছ উপরে ফেলা হয়েছে। নষ্ট করা হয়েছে ধানক্ষেত।
খোঁজ নিয়ে জানা গেছে, আভিযোগকারী শফিকুল ইসলাম ও অভিযুক্ত আশিকুর রহমান শ্যালক-দুলাভাই। দির্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ চলে আসছে। এরই সুত্র ধরে এ ঘটনা ঘটেছে বলে এলাকাবাসি জানিয়েছেন।
কৃষক আনারুল ইসলাম বলেন, জমাজমি নিয়ে প্রথমদিন আমার ছোট ভাইয়ের বাড়িতে আক্রমন করে প্রায় ২শ ৫০ গাছ কেটে ফেলা হয়। থানায় অভিযোগ করায় পরদিন সরিষা ও ধান ক্ষেত নষ্ট করেছে। তারপরও তারা হুমকি দিচ্ছে।
অভিযোগকারী শফিকুল ইসলাম বলেন, হাসিবুর রহমান, আশিকুর রহমানসহ প্রায় ১০ জন মানুষ এসে আমাদের উপর হামলা চালায়। তারা আমার ছোটভাই সবুজ মিয়াকে মারপিট করে গাছগুলো কেটে ফেলেন। তিনি আরও বলেন, এ ঘটনায় মিঠাপুকুর থানায় আভিযোগ দিয়েছি। ওসি সাহেব বলেছে মামলা দায়ের হবেনা। আমরা নিরাপত্তাহীতায় ভূগছি। অভিযুক্ত আশিকুর রহমান বলেন, আমার স্ত্রী পৈত্রিক সূত্রে জমি পায়। আমরা সেখানে গিয়েছিলা।
মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, তদন্তের জন্য ওই ইউনিয়নের বিট অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে বিষয়টি মামলা দায়েরের মত হলে মামলা নেওয়া হবে।