মুসলিমুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
পার্বতীপুর বেলাইচন্ডি ইয়ং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ৬ষ্ঠ আসরের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় বঙ্গবীর সংসদ ফুটবল একাডেমি নারায়নগঞ্জ দলকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে ৩য় দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মানু স্মৃতি ফুটবল একাডেমি দিনাজপুর জেলা দল। দিনাজপুরের পক্ষে গোল দুটি করেন রাব্বী ও শীতল মুরমু। আজ শুক্রবার বিকালে বেলাইচন্ডি মনপুরা উন্মুক্ত ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১ নং বেলাইচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আজগর আলী সরকার। আরও উপস্থিত ছিলেন- পার্বতীপুর ফুটবল একাডেমীর পরিচালক শমসের আলী, স্বনামধন্য ফুটবল রেফারী কামরুজ্জামান কামু, টুর্নামেন্ট কমিটির পরিচালক জাহাঙ্গীর আলম বিপ্লব, উন্মুক্ত মাঠের জমিদাতা সদস্যরা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। খেলায় কানায় কানায় দর্শক সমাগম লক্ষ্য করা যায় এবং পুরো খেলার ধারা বর্ণনায় ছিলেন, বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার তাইফুল ইসলাম তপু। প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন- নীলফামারী জেলার বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর প্রথম শ্রেনীর রেফারী গোবিন্দ চন্দ্র রায় ও তার সহকারী দুজন ছিলেন রওশন কবীর ও কৃষ্ণ রায়। উল্লেখ্য নকআউট ভিত্তিক ৮ দলের এই টুর্নামেন্ট এর আগামী ২০ জানুয়ারী শুক্রবারের খেলায় রাজশাহী ও রংপুরের পীরগঞ্জ দল দুটি একে অপরের মোকাবেলা করবে। ৩০ ডিসেম্বর উদ্বোধন হওয়া টুর্নামেন্টটির ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে, প্রতি শুক্রবার বেলা সাড়ে ৩ টায়। ১০ ফেব্রুয়ারী শুক্রবার টুর্নামেন্টটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।