শিক্ষার্থীদের উপর হাতুড়ি দিয়ে হামলা, অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে অফিস কক্ষে তালা

আমাদের প্রতিদিন
2025-04-22 15:13:52

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

মিঠাপুকুরে শঠিবাড়ী মহাবিদ্যালয়ে ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে দ্বিতীয় দিনেরমত বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এসময় তারা মহাবিদ্যালয়ের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে বহিরাগত শিক্ষক দিয়ে শিক্ষার্থীদের উপর হাতুড়ি দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ শিক্ষার্থী আহত হয়েছেন। তবে কাউকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়নি।

বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জানান, ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করছিলাম। কিন্তু আমরা কাঙ্খিত সফলতা পাচ্ছিলাম না। পরে সবার সিধান্তে কলেজে তালা ঝুলিয়ে দেই। এসময় বিদ্যালয় গর্ভনিং বডি সদস্য এসে বহিরাগত লোকজন দিয়ে আমাদের উপর হাতুড়ি দিয়ে হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল হতে শিক্ষার্থীরা অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছিল। এক পর্যায়ে তারা অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে বহিরাগত কিছু লোকজনসহ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে ৩ শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশ এতে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।

শিক্ষার্থী ইতি খাতুন বলেন, ফরম পূরণের জন্য কলেজ কর্তৃপক্ষ অতিরিক্ত ফি আদায় করছে। আমরা দরিদ্র পরিবারের সন্তান। এতো টাকা দেওয়ার মত আমাদের সামর্থ নেই। একারণে আমার ফি কমানোর প্রতিবাদ করছি। কিন্তু আমাদের উপর হামলা হলো। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

শঠিবাড়ী ডিগ্রী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তমহিদা বেগম বলেন, ফরম পূরণে কিছুটা ফি কমানো হয়েছে। তবে কারা শিক্ষার্থীদের উপর হামলা করলো আমার জানা নেই। উপজেলা নির্বাহি অফিসার বিকাশ চন্দ্র বর্মন বলেন, ঘটনাগুলো খবর শুনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।