পীরগঞ্জে বেলালের হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন

2025-06-12 06:20:38

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের হাসারপাড়া কিশোর বেলালকে নৃশংসভাবে হত্যা ও মাদকাসক্ত বিটুলের ফাঁসির দাবীতে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার দুপুরে এলাকার সর্বস্তরের জনগণের ব্যনারে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে কয়েক গ্রামের লোকজন অংশ নেয়।এতে বক্তব্য রাখেন খয়ের বাড়ী মাদ্রাসার শিক্ষক নুরুল ইসলাম, শাহিন মিয়া, পলাশ প্রধান, রেজাউল ইসলাম প্রমুখ।

 নিহতের স্বজনরা কান্না জড়িত কণ্ঠে বলেন, দ্রুত গতিতে বিটুলকে আগামী ২৪ ঘন্টার মধ্যে ফাঁসির জোর দাবী জানান। উল্লেখ্য মাদকাসক্ত বিটুল মিয়া (২৫) কুঠার দিয়ে এলোপাতারী মাথায় আঘাত করলে কিশোর বেলাল হোসেন (১২) কে হত্যা করেছে। ওই ঘটনায় পুলিশ এজাহারভুক্ত বিটুলসহ ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।  শুক্রবার সন্ধ্যায় উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, হাসারপাড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলে বেলাল হোসেন (১২) তার দুই বন্ধুকে নিয়ে বাড়ীর পার্শ্বে বড়দহ বটতলা নামক স্থানে গরুর ঘাস আনতে যায়। এ সময় মাদকাসক্ত বিটুল মিয়া সেখানে বেলালের সাথে অহেতুক অশালীন ভাষায় কথা বলতে শুরু করে। একপর্যায়ে তাদের মধ্যে বাক বিতন্ডা শুরু হলে বিটুল তার সাথে থাকা কুঠার দিয়ে বেলালের মাথায় কোপ মারে। বেলালের দুই বন্ধুর চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসলে মাদকাসক্ত বিটুল পালিয়ে

যায়। শনিবা দিবাগত রাতে কুমেদুপর ইউনিয়নের রসুলপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।