কাউনিয়ায় মাদক সহ দুই ব্যবসায়ী গ্রেফতার

2025-12-06 18:56:47

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

মাদক মামলায় জামিনে বেড়িয়ে এসে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে রংপুরের কাউনিয়া উপজেলার বিপুল হোসেন ও লোকমান আলী। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চরাঞ্চল গ্রামে তারা মাদক বেচাবিক্রি করে সেবনকারীদের কাছে। অবশেষে ২১৪ বোতল নিষিদ্ধ মাদক এস্কাফসহ বিপুল হোসেন ও লোকমান আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার হারাগাছ ইউনিয়নের পল্লীমারী গ্রামের আব্দুল মজিদের ছেলে মোঃ বিপুল হোসেন (৩৮) ও একই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মোঃ লোকমান আলী (৪৫)।

গতকাল বুধবার তাদেরকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ।

তিনি জানান, র‌্যাব-১৩ রংপুরের সিপিএসসির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে উপজেলার হারাগাছ ইউনিয়নের পল্লীমারী গ্রামে স্থানীয় এক ব্যক্তির বাঁশবাগানের পাশ থেকে ১১৪ বোতল এস্কাফসহ বিপুল হোসেনকে এবং ১০০ বোতল এস্কাফসহ লোকমান আলীক আটক করে।

পরে ওইদিন বিকেল সাড়ে চারটার দিকে জব্দ করা মাদকসহ আটক দুইজনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব।

স্থানীয়রা জানায়, বিপুল ও লোকমানকে কয়েক মাস আগে মাদকসহ আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছিল। তারা জামিনে বেরিয়ে এসে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে আটক বিপুল ও লোকমানকে আসামি করে মাদক আইনের ধায়ায় মামলা দায়ের করেছে।