হাতখোপা বিল হবে উম্মুক্ত উদ্যান তারাগঞ্জে বিভিন্ন প্রজাতির সাত শত গাছের চারা রোপন

2025-10-06 00:15:42

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

“আজকের গাছ আগামীর নিশ্বাস, গাছ লাগাই পরিবেশ বাঁচাই” এই শ্লোগান নিয়ে উৎসব মুখর পরিবেশে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের হাতখোপা বিলের পারে নারিকেল, তাল, আম, জাম, বেল, কাঁঠালসহ সাত শত প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগীতায় বিকাল ৪ টায় উপজেলার কুর্শা ইউনিয়নের কৃষ্ণপুর হাতখোপা বিলের পারে রোপন করা হয়। তারাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) রুবেল রানা গাছ লাগানো কার্যক্রম উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার দীবা রানী রায়, উপজেলা প্রকৌশলি মোহাম্মদ আলী, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা বরেন্দ্র সহকারি প্রকৌশলি বিদ্যুৎ কুমার রায়, উপজেলা বন কর্মকর্তা আখতারুজ্জামান রোকনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন। উপজেলা কৃষি অফিসার দীবা রানী রায় বলেন, জলবায়ু পরিবর্তনের কারনে প্রাকৃতিক দুর্যোগ প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা ও নদীভাঙ্গন।এই অবস্থা থেকে বাঁচতে হলে আমাদের প্রচুর পরিমানে গাছ লাগাতে হবে। উপজেলা নিবাহী অফিসার রুবেল রানা বলেন, উপজেলার সবচেয়ে বড়বিল হাতখোপার বিলটি। প্রায় ৩৬ একর জমি জুড়ে বিলটির অবস্থান। হাতখোপার বিলটি উম্মুক্ত উদ্যান গড়ে তোলার পরিকল্পনা চলছে। বিলটির চারি পারে প্রায় ২০ হাজার গাছের চারা রোপন করা হবে। কারন গাছ পরিবেশের সবচেয়ে উপকারী বন্ধু। মানব জীবনে গাছের উপকারিতার কথা শেষ করা যাবে না। শুধু প্রকৃতিক শোভা বর্ধনেই নয়, গাছ আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে। এখন বর্ষাকাল, গাছ লাগানোর মোক্ষম সময়। তাই আসুন, আমরা যত বেশি সম্ভব গাছ লাগাই, পরিবেশ বাঁচাই এবং নিজেরা বাঁচি।