রাকসু মনোনয়ন বিতরণ সময় বাড়লো, নির্বাচন পেছানোর আশঙ্কা: শিক্ষার্থীদের বিক্ষোভ

2025-10-15 14:42:25

রাবি সংবাদদাতা:

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়ন বিতরণের সময় বাড়ানো হলে তাৎক্ষণিক প্রতিবাদে সাধারণ শিক্ষার্থী, সাবেক সমন্বয়ক ও রাবি শাখা ছাত্রশিবির বিক্ষোভ প্রদর্শন করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে তারা জমায়েত হয়ে নানান স্লোগান দেন, যেমন—

"সিন্ডিকেট না রাকসু? রাকসু রাকসু", "রাকসু নিয়ে তালবাহানা চলবে না", "রাকসু আমার অধিকার, না দিলে তুই স্বৈরাচার"।

এজিএস পদপ্রার্থী ও সাবেক সমন্বয়ক আকিল বিন তালেব অভিযোগ করেন, “কোনো অযৌক্তিক কারণে নির্বাচন পেছানো যায় না। মনোনয়ন তারিখ বারবার পরিবর্তন করা হয়েছে। কাদের সুবিধার জন্য এই পরিবর্তন করা হচ্ছে, এর সঠিক জবাব চাই।”

রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, “আগের তফসিল দুইবার পরিবর্তন করা হয়েছে। শেষ মুহূর্তে এটি আবার পরিবর্তন করা হলো। এটি শিক্ষার্থীদের জন্য অযৌক্তিক এবং অনিশ্চয়তা তৈরি করছে। আমরা নির্বাচন নির্ধারিত ১৫ সেপ্টেম্বরেই চাই।”

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম জানিয়েছেন, “মনোনয়ন বিতরণের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। একাডেমিক ভবনগুলো ভোটকেন্দ্র হিসেবে নির্বাচিত করা হয়েছে। ডোপ টেস্টের কারণে কিছু জটিলতা দেখা দিয়েছে। আমরা আগামীকাল মিটিং করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো।