সড়ক দুর্ঘটনায় নিহত রাবি শিক্ষার্থী ফাহমিন

2025-10-15 13:50:34

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইফতেখার ইসলাম ফাহমিন (সেশন ২০১৯-২০) সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদনপুর গেটের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফাহমিন তার বন্ধু মিরাজের সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন। ঠিক তখনই একটি অটোরিকশা হঠাৎ উল্টো দিকে ঘুরে দাঁড়ালে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় ফাহমিনকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় নিহত ফাহমিনের বাড়ি ঢাকায়। তার মৃত্যুর খবরে বন্ধু-বান্ধব ও সহপাঠীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

ইংরেজি বিভাগের চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, “হঠাৎ অটোরিকশার ইউটার্ন নেওয়ার কারণে দুর্ঘটনা ঘটে। ফাহমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর মারা যায়। আমরা বিষয়টি পরিবারকে জানিয়েছি।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “ঘটনার পরপরই আমরা হাসপাতালে আসি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

দর্শন বিভাগের শিক্ষার্থী নওয়াব হাসান প্রিন্স বলেন, “এটা সম্পূর্ণ রিকশাচালকের অসতর্কতার কারণে ঘটেছে। ফাহমিন ভাইয়ের অকাল মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে।”

ফাহমিনের অকাল মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার সহপাঠীরা বলেন, পড়াশোনার পাশাপাশি তিনি ভদ্র ও বিনয়ী হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন।