ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর নতুন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আনিছুর রহমান। উপজেলা জামায়াতের শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে তাঁকে এ পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে উদাখালী ইউনিয়নের দক্ষিন বুড়াইল দাখিল মাদ্রাসার কক্ষে উপজেলা জামায়াতের এক সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ। নতুন সেক্রেটারির নাম ঘোষণার সময় উপস্থিত নেতারা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা ওলামা বিভাগের সভাপতি ও ফুলছড়ি উপজেলার কেয়ারটেকার মাওলানা সাইদুর রহমান।
এছাড়া উপজেলা জামায়াতের শুরা সদস্যসহ স্থানীয় নেতৃবৃন্দ সভায় উপস্থিত থেকে নতুন সেক্রেটারিকে অভিনন্দন জানান।