বাংলাদেশের প্রথম সারভাইভাল থ্রিলার ‘দম’ নিয়ে যা বললেন আফরান নিশো

2025-10-06 00:11:34

বিনোদন প্রতিবেদক:

বাংলাদেশি সিনেমায় নতুন ধারার গল্প নিয়ে আসছে আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘দম’। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। কাজাখস্তানের দুর্গম লোকেশনে চলা শুটিং এবং গল্পের ভিন্নধর্মী ধারা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আফরান নিশো জানিয়েছেন ‘দম’ নিয়ে তার অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা।

নিশোর ভাষ্যে, “রেদওয়ান রনির অনেক দিন পর সিনেমায় ফেরা। ও খুব ডেডিকেটেড একজন নির্মাতা। গল্পটা নিয়ে অনেকদিন ধরে ভাবছে, লিখছে। আমি যখন গল্পটা শুনি, তখনই চরিত্রে ঢুকে যাই। আমার মতে, এটি বাংলাদেশের প্রথম সারভাইভাল স্টোরি হতে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “গল্পটা আমাকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে। শোনার পর থেকেই মনে হয়েছে, এই চরিত্রের জন্য আমাকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে। শারীরিক, মানসিক দুইভাবেই চ্যালেঞ্জিং একটা জার্নি এটা। অনেক কষ্ট, অনেক স্ট্রাগল – কিন্তু আমি এই অভিজ্ঞতার জন্যই প্রস্তুত।”

সিনেমার সঙ্গে আছেন নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, আর্ট ডিরেক্টর শহীদুল ইসলাম এবং কয়েকজন বিদেশি সদস্য। এর শুটিং হচ্ছে কাজাখস্তানের দুর্গম প্রাকৃতিক পরিবেশে, যা গল্পের সারভাইভাল থিমকে বাস্তবধর্মী করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

নিশোর মতে, “যদি রনি এবং শাকিল ঠিকভাবে গল্পটা এক্সিকিউট করতে পারে, তাহলে ‘দম’ হতে পারে বাংলাদেশের সিনেমার ইতিহাসে একটি অনন্য সংযোজন।”