রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি রাস্তার সিসি ঢালাইয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।
এতে ক্ষিপ্ত হয়ে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২ টায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের উজান ঝগড়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ইউপি উন্নয়ন সহায়তা ২০২৪-২৫ অর্থ বছরের ১ নং দাঁতভাঙ্গা ইউনিয়নের উজান ঝগড়ারচর ওহেদ আলীর বাড়ি থেকে পশ্চিমগামী জামে মসজিদ রাস্তায় ৯৫ মিটার সিসি ঢালাইয়ের রাস্তার এ কাজে সরকারি বরাদ্দ দেয়া হয় ৭ লাখ টাকা।
এ কাজটি করার কথা ছিল দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান এসএম রেজাউল করিম। কিন্তু তিনি কাজ না করে চেয়ারম্যানের প্রতিবেশী ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য জোসনা খাতুনকে প্রকল্প সভাপতি দেখিয়ে তার স্বামী রফিকুল ইসলাম কাজটি করছেন।
এলাকাবাসী ওসিউজ্জামান, আনু মিয়া ও কছিবরসহ অনেকেই অভিযোগ করে বলেন, রাস্তা সিসি ঢালাইয়ে অনিয়ম হওয়ায় এলাকাবাসীসহ আমরা নির্মাণ কাজ বন্ধ করে দেই। পরে ইউএনওকে বিষয়টি জানানো হয়েছে।
তারা আরও বলেন, উজান ঝগড়ারচর- পশ্চিমগামী জামে মসজিদ রাস্তায় ৯৫ মিটার সিসি ঢালাই রাস্তার কাজে নিম্নমানের ইট খোয়া ব্যবহার এবং পরিমাণে সিমেন্ট কম ব্যবহার করাসহ নানা অভিযোগ উঠে বলে জানান।
মহিলা সদস্য জোসনা খাতুনের মুঠোফোনে একাধিকবার কল করে না পাওয়ায় যোগাযোগ করে কথা হয় স্বামী রফিকুল ইসলাম সঙ্গে তিনি বলেন, ইটগুলো ২০ দিন আগে রাস্তার পাশে রাখছিলাম। তাই যানবাহন উপর দিয়ে যাওয়ায় ইটগুলো রাবিসের মতো হয়েছিল তা সত্য। কিন্তু কোনও অনিয়ম হয়নি।
এ বিষয়ে দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রেজাউল করিমের মুঠোফোনে একাধিকবার কল করলেও তা রিসিভ হয়নি।
উপজেলা সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম খোকন বলেন, এলাকাবাসীর দাবি নিম্নমানের ইট ব্যবহার করে সিসি ঢালাই করছে। এ অভিযোগের কারণে ইউএনও স্যারের নির্দেশে কাজ বন্ধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার জানান, এলাকাবাসীর অভিযোগে রাস্তার সিসি ঢালাইয়ে নিম্নমানের ইট ব্যবহার করায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধ করে দেয়া হয়। নিম্নমানের ইট সরিয়ে ভালো মানের ইট ব্যবহার করে কাজ করতে বলা হয়েছে।