মিঠাপুকুরে নির্মাণাধীন দোকান ভাংচুর, ছুরিকাঘাতে যুবক আহত

2025-09-26 23:40:06

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জহাটে একটি নির্মাণাধীন দোকানঘরে ভাংচুর চালিয়েছে দূর্বৃত্তরা। এসময় বাঁধা দেওয়ায় ওই দোকানের মালিককে এলোপাতাড়ি পারপিট ও দেশীয় অস্ত্র দিয়ে রক্তাক্ত করা হয়েছে। এই ঘটনার এক দিন পরেই আবারও ওই যুবকের উপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেছে দূর্বৃত্তরা। স্থানীয়রা ওই যুবকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে

হাসপাতালে ভর্তি করিয়েছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার খোড়াগাছ পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাহত যুবক মোছাব্বির বকসি (২৭) খোড়াগাছ পশ্চিমপাড়া গ্রামের আনসার বকসির ছেলে।

এলাকাবাসী ও অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার পদাগঞ্জ হাটে মোছাব্বির বকসির ২০ শতক জমি রয়েছে। সেখানে মার্কেট নির্মাণের কাজ চলছে। ঘটনার দিন গত বুধবার মার্কেটের একটি দোকানঘরে ইট গাঁথুনির কাজ করেন শ্রমিকরা। দিন শেষে কাজ বন্ধ করে বাড়ি যাওয়ার সময় হঠাৎ ৫-৬ নারী-পুরুষ সেখানে এসে, কোনকিছু বুঝে উঠার আগেই নির্মাণাধীন দোকানে ভাংচুর চালায়। এসময় বাঁধা দিতে গেলে মোসাব্বির বকসির উপর দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে, তার বাম পা ও বাম হাত ফেটে যায়। সেখান থেকে গুরুত্বর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে মিঠাপুকুর থানায় ৫ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দিয়ে, গত বৃহস্পতিবার রাতে বাড়িতে আসেন বকসি। বিষয়টি জানতে পেরে প্রধান অভিযুক্ত মনিরুজ্জামান জুয়েল ক্ষিপ্ত হয়ে শুক্রবার সকাল ৭টার দিকে পিছন দিক থেকে বকসির উপর দেশীয় অস্ত্রে হামলা চালায়। এতে মোছাব্বির বকসির মাথা ফেটে গিয়ে রক্তক্ষরণ শুরু হলে তাকে উদ্ধার করে আবারও হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দা রাজিব ও শাকিল মিয়া সহ অনেকে জানান, মোছাব্বির বকসি অসুস্থ, তার হার্টের সমস্যা আছে। ঘটনার দিন সে বসে দোকানের কাজ করা দেখছিল। বিকেলের দিকে কয়েকজন এসে তার দোকানঘর ভাংচুর ও এলোপাতাড়ি মারপিট শুরু করেন। এসময় আশেপাশের লোকজন এগিয়ে গেলে সে প্রাণে রক্ষা পায়। ঘটনার এক দিন পরেই তার উপর আবারও হামলা হলো, মাথা ফেটে গেছে। এটা অন্যায় এবং পরিকল্পিত আক্রমণ।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মিজানুর রহমান বলেন, শুক্রবার সকালে এক যুবক হাসপাতালে এসেছিলেন। তার মাথা ফাটা ছিল। ৪ টা সেলাই দেওয়া হয়েছে। তিনি পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

ভুক্তভোগী মোছাব্বির বকসি বলেন, আমি শারীরিকভাবে খুবই অসুস্থ। আমার দোকানে কাজ চলছিল প্রতিপক্ষের লোকজন দোকানের জায়গা নিজের দাবি করে অতর্কিত হামলা চালিয়েছে। আমি কোনরকমে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। পুলিশ প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।

অভিযুক্তরা ঘটনার পর থেকে গা-ঢাকা দেওয়ায় যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের দেখা পাওয়া যায়নি।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট বিট অফিসারকে বলা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।