তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে জামায়াতের কেন্দ্র ঘোষিত ৫দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার বিকাল ৬টায় উপজেলা জামায়াতের আয়োজনে জাতীয় সনদ ও জামায়াতের কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন। মিছিলটি উপজেলা নতুন চৌপথী থেকে শুরু করে উপজেলা জনগুরুপ্তপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে সমাবেশ করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের রংপুর জেলার শুরা ও কর্ম পরিষদের সদস্য আব্দুল হান্নান খাঁন, উপজেলা জামায়াতের আমীর এস এম আলমগীর হোসেন, সেক্রেটারী ইয়াকুব আলী প্রমুখ। বক্তরা সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতীয় সনদকে বাস্তবায়ন, জনগণের মতামতকে প্রাধাণ্য দিয়ে কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নের কথা বলেন।