ঘোড়াঘাট, প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে স্বাস্থ্যসেবায় ইসলামী ডায়বেটিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার রানীগঞ্জ বাজারে কাজী শুভ রহমান চৌধুরীর মার্কেটে ডায়বেটিস সেন্টার উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক আব্দুর রহমান শরিফুল বলেন, ঘোড়াঘাটের জনগণের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এ সময় ঢাকা মেডিকেল কলেজের নিউরোমেডিসিন বিভাগের ডা. মাসুদ রানা বলেন, আমাদের লক্ষ্য হলো ঘোড়াঘাটসহ আশপাশের মানুষ যেন শহর মুখি বা রাজধানীতে না গিয়ে এখানেই সঠিক ও মানসম্মত চিকিৎসা সেবা পান। আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসক দিয়ে আমরা সেবার মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।