নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রংপুর মহানগরীর ২৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে হিন্দু সম্প্রদায়ের মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করা হয়। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে নগরীর ২৮ নং ওয়ার্ডের সাজাপুর মন্দিরে ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলামের অর্থায়নে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ওয়ার্ডের হিন্দু সম্প্রদায়ের মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করা হয়।
এ সময় ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সহ সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম মিয়া, প্রচার সম্পাদক কচিম মিয়া, কোষাধ্যক্ষ শ্রী সন্তোষ প্রমূখ।
এ ব্যপারে মমিনুল ইসলাম বলেন, সাধ্যের মধ্যে থেকে হিন্দু সম্প্রদায়ের মহিলাদের মাঝে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ করা হলো। পাশাপাশি সুন্দর ভাবে পূজা পরিচালনার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।