নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়া বাজারের জিরো পয়েন্ট এলাকায় ফুটপাত দখলমুক্ত ও জনদুর্ভোগ কমাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এ সময় অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের অপরাধে পাঁচজনকে জরিমানা করা হয়। পাশাপাশি সচেতনতা সৃষ্টির জন্য ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে বিলবোর্ডও লাগানো হয়।
বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে একজন অটোচালককে অবৈধ পার্কিংয়ের অপরাধে ৫০০ টাকা জরিমানা করা হয়। আর ফুটপাত দখল করে দোকান চালানোর অভিযোগে চারজন দোকানদারের কাছ থেকে মোট ৩ হাজার ২০০ টাকা আদায় করা হয়। সব মিলিয়ে ৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয় ।
অভিযানে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান দুলু। তিনি বলেন, ‘জিরো পয়েন্ট হচ্ছে গঙ্গাচড়া বাজারের সবচেয়ে ব্যস্ত একটি এলাকা। জনগণের স্বার্থের কথা চিন্তা করে এ উদ্যোগকে সাধুবাদ জানাই।’
স্থানীয় যুবক মেজবাউল হক ফাহিম বলেন, ‘সন্ধ্যা হলেই ফুটপাত ব্যবসায়ীদের দখলে চলে যায়। চাইলেও পথচারীরা ভালোভাবে হাঁটতে পারে না। অটো ও অটোরিকশা চালকেরা কোনো নিয়ম-কানুন মানে না, যেখানে খুশি পার্কিং করে যাত্রী ওঠানামা করায়।’
এ সময় ইউএনও মাহমুদ হাসান মৃধা বলেন, ‘ফুটপাত দখল ও অবৈধভাবে গাড়ি পার্কিং করায় সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।’
অভিযান শেষে উপস্থিত পথচারী ও সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের মতে, নিয়মিত অভিযান চালানো হলে এলাকায় শৃঙ্খলা ফিরে আসবে এবং বিলবোর্ডের মাধ্যমে জনসচেতনতা বাড়বে।