কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আরেফীন মহোদয়ের নেতৃত্বে কয়েকজন বিচারক শনিবার কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজিবপুর থানা পরিদর্শন করা হয়। থানার কার্যক্রম গতিশীল, অনিয়ম দুর্নীতি বন্ধ, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করনসহ ন্যায় বিচার পেতে সবার সুযোগ নিশ্চিত করতে পুলিশ কে নির্দেশ দেয়া হয় বিচারকগণের পক্ষ থেকে।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের বিচারক মো: মিল্টন হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায়, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু তালেব মিয়া ও হাবিবুর রহমান লাইজু মিয়া।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়কে গার্ড অফ অনার প্রদানসহ থানার সকল কর্মকর্তা এবং কর্মচারীদের সঙ্গে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এরপর বিচারক শামছুল আরেফীন নেতৃত্বে থানার জনবল কাঠামো, প্রসেস রেজিস্টারসমূহ, ওয়ারেন্ট রেজিস্টার, আলামত রেজিস্টারসহ বিভিন্ন কাগজপত্রাদি পরিদর্শন করেন। এরপর থানার অন্যান্য অবকাঠামো ও সুযোগ-সুবিধাসহ হাজতখানা পরিদর্শন করেন।
পরিদর্শন চলাকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আরেফীন পৃথক ভাবে রৌমারী থানার ওসিকে এবং রাজিবপুর থানার ওসিকে সকল প্রকার রেজিস্টার হালনাগাদ করার তাগিদ দেন। ধ্বংসযজ্ঞ আলামত দ্রুত ধ্বংস করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন। আদালতে বিচার প্রার্থী জনগণ যেন হয়রানীর শিকার না হয় সে বিষয়ে থানার ওসিদ্বয়কে সতর্ক করেন।
দিনব্যাপী পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে নোট প্রদানপূর্বক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় সঙ্গীয় টিম সহ থানা প্রাঙ্গণ প্রস্থান করে সন্ধ্যায় কুড়িগ্রামের পৌছান।
রৌমারী থানার ওসি মো: সেলিম মালিক ও রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান বলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় অত্র থানা পরিদর্শনের সময় বেশ কিছু ত্রুটি আমাদেরকে ধরিয়ে দিয়েছেন, এতে আমরা বেশ উপকৃত হয়েছি। তিনি আমাদের নানা ধরনের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন, যা আমাদের কাজকে আরও বেগবান ও গতিশীল হওয়ার দ্বার উন্মোচন হয়েছে।