সাংবাদিক বাদলকে নির্যাতনকারীরা  যত বড় ক্ষমতাশালী হোক না কেন তাদেরকে গ্রেফতার করতে হবে

2025-10-12 09:22:35

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিক নির্যাতনকারী যে দলের বা পক্ষেরই হোক না কেন, যত বড় ক্ষমতাশালী হোক না কেন অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চার্জশিট  প্রদান এবং দ্রুত বিচার আইনে বিচার কার্যক্রম শুরুর দাবি তুললেন রংপুরের রাজনৈতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

আজ শনিবার (১১ অক্টোবর) রংপুর প্রেসক্লাব চত্বরে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে তুলে নিয়ে গিয়ে সিটি কর্পোরেশনে মারধর এবং মব তৈরি করে সাংবাদিকদের হেনস্থা করার প্রতিবাদে  রংপুর সম্মিলিত সাংবাদকি সমাজ আয়োজিত সংহতি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তারা।

রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকিজ্জামান সালেক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সম্মিলিত সাংবাদিক সমাজের আহবায়ক আব্দুস সাহেব মন্টু, নির্যাতনের শিকার সাংবাদিক লিয়াকত আলী বাদল, মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ উন নবীর ডন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর সেক্রেটারী আমিরুজ্জামান পিয়াল, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু,  রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিভাগীয় সমন্বয়ক  এ্যডভোকেট রায়হান কবির, গণ অধিকার পরিষদের জেলা জেলা সভাপতি শের ই খোদা আব্দুল্লাহ , সেক্রেটারী তুষার আহমেদ ও মহানগর সেক্রেটারী ইয়াসিন আলী, এবি পার্টির মহানগর সাধারণ সম্পাদক মাহবুবার রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল বারি রিজু, গণ সংহতি আন্দোলনের জেলা আহবায়ক  তৌহিদুর রহমান  ও মহানগর আহবায়ক আব্দুল জব্বার, জাতীয় নাগরিক পার্টির জেলা প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ আল গালিফ ও প্রথম যুগ্ম সমন্বয়ক এরশাদ হোসেন, মহানগর ওলামা দলের আহবায়ক মাওলানা জামাল উদ্দিন ফয়জি ও  সদস্য সচিব হাফেজ নুর হক শাহ,  ইসলামী ছাত্র শিবিরের রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিজবুল. বাংলাদেশ গণাতন্ত্রিক ছাত্র সংসদের জেলা আহবায়ক  মাহমুদ হাসান মুহিব ও সদস্য সচিব তানজিম আলম তাসিন, মহানগর সদস্য সচিব  হাজিম উল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর সাবেক সমন্বয়ক নাহিদ হাসান খন্দকার প্রমুখ।

সংহতি সমাবেশে  সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন জিয়া পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. রোকনুজ্জামান রোকন সুশাসনের জন্য নাগরিক সুজনের মহানগর সভাপতি ফখরুল আনাম বেনজু,  জিয়া মঞ্চের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দিন, মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক রুম্মানা জামান, মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট পলাশ কান্তি নাগ,বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বিভাগীয় সদস্য সচিব ও মাদরাসা শিক্ষক সমিতির জেলা সভাপতি এনামুল হক মাজেদী, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সদস্য রাজু আহমেদ, বাংলাদেশ স্কুল শিক্ষক সমিতির জেলা সভাপতি  ইকবাল হোসেন রাজা, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহানগর  সদস্য সচিব আনিসুজ্জামান প্রমুখ।

সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন  রংপুর উইমেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট  মোর্শেদা পিয়ারী শিলা, মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারি রাজ, মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান বাবু, প্রেসক্লাব বিপনী বিতানের সভাপতি মোশাররফ হোসেন মনি, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিমন প্রমুখ।

 এছাড়াও সংহতি সমাবেশে সংহতি প্রকাশ করেন,  জেলা ও মহানগর জামায়াত, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল মহিলা দল, আইনজীবি সমিতি, জাতীয়তাবাদি আইনজীবি ফোরাম, ইসলামিক ল ইয়ার্স ফোরাম, সাংস্কৃতিক ঐক্য পরিষদ, রেড জুলাই, ইনকিলাব মঞ্চ, পূজা উদযাপন পরিষদ, রংপুর চেম্বার, রংপুর মেট্রোপলিটন চেম্বার, বাংলার চোখ,অটো বাইক মালিক সমিতি, মাহিগঞ্জ প্রেসক্লাব, মিঠাপুকুর প্রেসক্লাব, প্রেসক্লাব পীরগাছা, পীরগাছা প্রেসক্লাব, গঙ্গচড়া উপজেলা প্রেসক্লাব, হারাগাছ প্রেসক্লাব, কাউনিয়া প্রেসক্লাব, বদরগঞ্জ প্রেসক্লাব, সদর উপজেলা প্রেসক্লাব, তাজহাট থানা প্রেসক্লাব, পরশুরাম থানা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন।

সংহতি প্রকাশ নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক লিয়াকত আলী বাদলের উপর হামলাকারী এবং নেপথ্যে যারা আছেন তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। সিটি কর্পোরেশনের জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও অপসারণ করতে হবে। হামলাকারীরা যে দলেরই হোক না কেন যত বড় ক্ষমতাশালী হোক না কেন তাদের গ্রেফতার  করে দ্রুত চার্জশিট প্রদান এবং মামলার বিচার কার্যক্রম শুরু করতে হবে।

সংহতি সমাবেশের শুরুতে কোরআন থেকে থেকে তেলাওয়াত করেন দৈনিক যুগের আলোর স্টাফ রিপোর্টার আবু রায়হান। পবিত্র গীতি থেকে পাঠ করেন মাহিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বাবলু নাগ। পরিবেশন করা হয় জাতীয় সংগিত। এছাড়াও ১৯৮৭, ৫২, ৬৯ ৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২৪ এর জুলাই বিপ্লবে ৫ সাংবাদিকসহ সকল  শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা  এবং তাদের পারলৌকিক মুক্তি এবং আহতদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। সকাল ১১ টা থেবে বেলা ৩ টা পর্যন্ত প্রেসক্লাব চত্বরের সংহতি সমাবেশে রংপুরে কর্মরত সকল গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

 

সংহতি সমাবেশে সার্বিক সহযোগিতা করে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে, রংপুর রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ক্লাব রংপুর, রংপুর সিটি প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর, রংপুর অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন, রংপুর বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন।

প্রসঙ্গত: গেলো ২১ সেপ্টেম্বর সংবাদ প্রকাশের জেরে দৈনিক সংবাদ, একুশে টেলিভিশন ও বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার এবং রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদলকে কাচারী বাজার থেকে  জুলাই রাজবন্দির পরিচয়ে রকি নামের এক যুবকের নেতৃত্বে অপহরণ করে নিয়ে সিটি করপোরেশনেরে এনে নির্যাতন করা হয়। পরে নতুন ভবনের দোতলায় প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে নিউজের জন্য ক্ষমতা চাইতে বাধ্য করার চেস্টা করা হয়। এ ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা ছুটে গেলে সিটি করপোরেশনের একশ্রেণির  কর্মকর্তা-কর্মচারী প্রধান ফটক আটকে দিয়ে মব তৈরি করে সাংবাদিকদের মারধোর ও হেনস্তা করেন।

এ ঘটনায় সাংবাদিকবাদল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, সাবেক কাউন্সিলর লিটন পারভেজ, সহকারী রাজস্ব কর্মকর্তা তম্ময় কুমার সরকারসহ ১৪ জনের নামে মামলা দায়ের করেন। এ ঘটনায় প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করছে সাংবাদিকরা।

 এ ঘটনায় জড়িত রকি, রতন ও সাগর নামের দুই আসামীকে গ্রেফতার করেছে ‍পুলিশ। এরমধ্যে রতন ১৬৪ ধারায়  স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বদলি করা হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তা চারজনকে।

গত ১৭ ই সেপ্টেম্বর লিয়াকত আলী বাদল দৈনিক সংবাদে " রংপুরে জুলাই যোদ্ধার নামে অটোর লাইসেন্স, পাঁচ কোটি টাকার বাণিজ্যের পাঁয় তারা " শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। 

শরিফুল ইসলাম/আমাদের প্রতিদিন।