নারীকে মারধর হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ

2025-10-16 02:43:51

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে মারধরের ধরে শিকার হন সুরুজা বেগম (৫৫) নামের এক নারী। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সকাল ৯ টায় বিষ্ণুপুর ইউনিয়নের ঘৃলাই কবিরাজ পাড়া গ্রামে।আহত ওই নারী বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। চার জনের নাম উল্লেখ করে বদরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন তার ছেলে বাবু মিয়া।

অভিযুক্তরা হলেন, সাইবুল ইসলাম (৪৫), আশিকুর রহমান (২২), নাসিমা বেগম (৪০) ও শামীমা খাতুন (২০)।

অভিযোগে উল্লেখ করা হয়, ওই নারীর ছেলে বাবু মিয়া ঢাকায় চাকরি করা অবস্থায় আশিকুর রহমান সঙ্গে পরিচয় হয়। তাদের গ্রামের বাড়ির পাশাপাশি হওয়ায় বাবু মিয়া ঢাকায় বাসা ভাড়া নিয়ে দেন অভিযুক্ত আশিকুর কে। ঢাকায় থাকা অবস্থায় বাসার পাশে একটি দোকানে বকেয়া করেন আশিকুর। এছাড়াও বাসা ভাড়ার টাকা, ঋণকৃত টাকা পরিশোধ না করে ঢাকা থেকে পালিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন আশিকুর। পরে ভাড়া বাসাটির ও দোকানের বকেয়া বিল ৫০ হাজার টাকা পরিশোধ করেন বাবু মিয়া। ঢাকা থেকে বাড়িতে এসে সেই টাকা চাইতে গেলে গালাগালি করতে থাকেন আশিকুর। পরে বাবু মিয়ার মা ঘটনাস্থলে গেলে আশিকুরের শাশুড়ি নাসিমা বেগম তাকে ধাক্কা দিয়ে ধান খেতে ফেলে শরীরের বিভিন্ন স্থানে লাথিগুড়ি মারতে থাকেন। ধানক্ষেতে আশিকুরের স্ত্রী শামিমা হত্যার উদ্দেশ্যে গলা চাপিয়ে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। ওই সময় আশিকুর রহমান ও তার শশুর ওই নারীর চুলের মুঠি ধরে পরানের কাপড় টানিয়ে সিরিয়া বিবস্ত করে শ্লীলতাহানী ঘটায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে তারা সরে যায়। স্থানীয় লোকজন ওই নারীকে উদ্ধার করে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। ওই নারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বদরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আতিকুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।