রাজারহাটে ফ্রিজের পঁচা-বাসী মাংস বিক্রি করার সময় হাতে নাতে আটক কসাই, ৩ হাজার টাকা জরিমানা

2025-10-16 02:47:58

রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে ফ্রিজে রাখা বাসি-পঁচা মাংস বিক্রি করার সময় জনসাধারণ হাতে-নাতে আটক করেছে মাংস বিক্রেতাকে। পরে পঁচা-বাসি মাংসগুলো মাটিতে পুঁতে দিলো ভ্রাম্যমান আদালতের বিচারক রাজারহাট উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সালাউদ্দিন মাহমুদ।

মঙ্গলবার(১৪অক্টোবর) দুপুরের পর বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম বাজারের মাংস বিক্রেতা আকতার হোসেন ও দারবাগ আলী ফ্রিজে রাখা পঁচা-বাসী গরুর মাংস বিক্রি করার সময় জনসাধারণ তাদের মাংসসহ হাতে-নাতে আটক হয়। খবর পেয়ে ওইদিন সন্ধ্যায় রাজারহাট থানার পুলিশের সহযোগীতায় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সালাউদ্দিন মাহমুদ ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩ হাজার টাকা জরিমানা করে পঁচা-বাসী মাংসগুলো মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন। বিষয়টি  রাজারহাট উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নিশ্চিত করেছেন।