পাটগ্রামে বিজিবি টহল দল কর্তৃক অমানুষিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

2025-10-16 02:38:31

পাটগ্রাম( লালমনিরহাট) প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৫১ বিজিবির দহগ্রাম বিওপির টহল দল কর্তৃক দুই যুবককে আটক করে শারিরীক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দুই যুবক।

বুধবার ১৫ আগষ্ট বিকাল ৩ টায় পাটগ্রাম মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলন করে আব্দুল আলিম সুমন (৩০) ও রশিদুল ইসলাম( ৩৫) দুই যুবক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠে তারা জানান, ১৫ আগষ্ট সকালে তারা শশুর বাড়ি দহগ্রাম তাতিপাড়া হতে বাড়ির উদ্দেশ্য রওনা হয়। পথিমধ্যে বিজিবির টহল দল তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। কোন কিছু না পাওয়ার পর তারা ভারত গেছে গরু আনতে এমন স্বীকারোক্তি আদায় করার চেষ্টা করে। তারা স্বীকার না করায় তাদের বেধরক মারপিট করে এবং পুকুরের পানিতে বিশবার চুবায়। এতে তারা অসুস্থ হয়ে পড়লে বিজিবির টহলদল তাদের ছেড়ে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় পাটগ্রাম হাসপাতালে ভর্তি হয়। তারা কেন সকাল ৭ টায় শশুরবাড়ী থেকে চলে আসলো এমন প্রশ্নের উত্তরে তারা বলেন দিন হাজিরা কাজে যোগ দিতেই মূলত তারা সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বাড়িতে এসে সকাল ৮ টার মধ্যে হাজিরা কাজে যোগ দেওয়ার কথা তাদের।

 এ বিষয়ে পানবাড়ি ক্যাম্প কমান্ডারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।