শ্রমিকরা দেশের উৎপাদনের মূল চালিকাশক্তি হলেও তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত-আবুল হাশেম বাদল

2025-10-18 17:19:29

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল বলেছেন, ‘শ্রমিকদের অধিকার আদায়ে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। শ্রমিকরা দেশের উৎপাদনের মূল চালিকাশক্তি হলেও তারা এখনো ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, চিকিৎসা ও আবাসনের মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এই বাস্তবতা থেকে উত্তরণের জন্য আদর্শভিত্তিক ও সংগঠিত শ্রম আন্দোলন গড়ে তোলা জরুরি।’

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের ফুটবল মাঠে অটোরিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এক শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যায় তিনি আরও বলেন,

‘শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশের বিভিন্ন শিল্প-কারখানায় ট্রেড ইউনিয়ন গঠন করে শ্রমিকদের সংগঠিত করছে। ইসলামি মূল্যবোধের ভিত্তিতে শ্রমিক-মালিক সুসম্পর্ক গড়ে তোলা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের লক্ষ্য। একইসঙ্গে তিনি সুস্থ সাংস্কৃতিক চর্চা ও আয়োজনে সবাইকে উৎসাহিত করেন।’

বেতগাড়ি ইউনিয়ন অটোরিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হাশেম বুলবুলের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ রায়হান সিরাজী।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বেলাল আবেদীন, উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শোয়াইবুর রহমান, রংপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হামিদুর রহমান প্রমুখ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক তাজ উদ্দিন আহমেদ, বেতগাড়ি ইউনিয়ন প্রশাসক হাসানুজ্জামান, বাংলাদেশ মসজিদ মিশনের উপজেলা সভাপতি মাওলানা আফাজ উদ্দিন, জামায়াত নেতা শাহ আলম, শ্রমিক নেতা মাওলানা ওবায়দুর রহমান, মাওলানা তৌহিদুল ইসলাম, মেহেদী উল আহসান ও লাভলু মিয়া প্রমুখ।

শ্রমিক সমাবেশ শেষে ইসলামিক সাংস্কৃতিক সংগঠন কম্পন শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।