নানা আয়োজনে লালন ফকিরের ১৩৫তম তিরোধন দিবস পালন

2025-10-18 19:45:27

কুড়িগ্রাম প্রতিনিধি:

নানা আয়োজনে কুড়িগ্রামে মহত্মা ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস পালন করা হচ্ছে। এ উপলক্ষ্যে সকালে কুড়িগ্রামে মায়ের তরী সেবালয় গুরুগৃহে অনুষ্ঠিত হয় আলোচনা ও লালন সংগীতা অনুষ্ঠান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ খাজা শরিফুদ্দিন আলী আহমেদ রিন্টু, সাংস্কৃতিক সংগঠক খোকন চৌধুরী, লালন সংগতের গুরু নারায়ন চন্দ্র রায় প্রমূখ।

পরে মায়ের তরীর শিক্ষার্থীরা লালনের গান পরিবেশন করে।

অপরদিকে সন্ধ্যায় কুড়িগ্রাম শিল্পকলা একাডেমী চত্বরে জেলা প্রশাসন আয়োজন করে লালন তিরোধান উৎসব। এছাড়াও ফুলবাড়ি ছালেক সাধুর আখড়া বাড়ি এবং বাংলাদেশ বাউল ও লোক শিল্পী সংস্থা পৃথকভাবে লালনের তিরোধান উৎসব পালন করছে।

উল্লেখ্, প্রথমবারের মত এবারেই জাতীয়ভাবে পালিত হচ্ছে ফকির লালন সাইয়ের তিরোধন দিবস।