নীলফামারীতে ‘নীলসাগরের’ সৌন্দর্য বর্ধণের কাজ শুরু, উদ্বোধন করলেন জেলা প্রশাসক

2025-10-31 10:58:16

নীলফামারী প্রতিনিধি:

২ কোটি ১৭লাখ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে নীলফামারীর পাখির অভয়াশ্রম নীলসাগরে।

বৃহস্পতিবার দুপুরে (৩০ অক্টোবর) ফলোক উন্মোচন করেন উন্নয়ন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান, উপজেলা প্রকৌশল দফতরের উপ-সহকারী প্রকৌশলী মামনুর রশিদ, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ‘সারাদেশে পুকুর, খাল উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় নীলসাগর দিঘীর এই উন্নয়ন কাজ সম্পন্ন হচ্ছে।

উপজেলা প্রকৌশল দফতরের উপ-সহকারী প্রকৌশলী মামনুর রশিদ জানান, প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণ, গাইড ওয়াল, সিটবেঞ্চ, ঘাট নির্মাণ ও সৌন্দর্য বর্ধণের কাজ করা হচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তত্বাবধানে নীলসাগরের সৌন্দর্য বর্ধণ এবং আধুনিকায়নে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে এছাড়াও জেলা পরিষদের অর্থায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে জলের উপর দৃষ্টিনন্দন গোলঘর, ওয়াকওয়ে এবং নীলসাগড় পাড়ে দৃষ্টি নন্দন এভিয়ারী নির্মাণ করার প্রকল্প নেয়া হয়েছে।