পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি:
রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলা সীমানায় গত ১৬ নভেম্বর বিটিসি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ১ ব্যাক্তির মৃত্যুর ঘটনায় ২ সপ্তাহ পরেও কোন মামলা হয়নি। হাইওয়ে পুলিশের এ রহস্যজনক ভুমিকায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মহাসড়কের পীরগঞ্জ বিটিসি সংলগ্ন বকুল মিয়ার ইটভাটার সন্নিকটে গত ১৬ নভেম্বর বিকেলে ৫ টায় সময় একটি গরু বোঝাই ট্রাক এবং আলু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পীরগঞ্জ উপজেলার সায়েস্থাপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে আবুল হোসেন (৫০)মারা যায়। এছাড়া ঘটনাস্থলে দুটি গরুও মারা যায় এবং দুই ব্যাক্তি গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ১জন কে রংপুর মেডিকেল পাঠায় এবং আবুল হোসেন কে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, অই দিন গোবিন্দগঞ্জ হাইওয়ের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অবশ্য পুলিশ থানায় এখন পার্যন্ত কোনো ইউডি মামলা দায়ের করেনি। নিহতের পরিবার গোবিন্দগঞ্জ ও বড় দরগাহ্ হাইওয়ে থানায় মামলার জন্য দৌড় ঝাপ করেও কোন মামলা রেকর্ড করাতে পারেনি। বিষয়টি রহস্যজনক।
বড় দরগাহ্ হাইওয়ে থানার ওসি এস এম মিজানুর রহমান এর সাথে কথা হলে তিনি বলেন, নতুন ওসি হিসাবে আমি ওইদিন যোগদান করেছি। সড়ক দুর্ঘটনা এলাকায় গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ছিল পরে আমাদের লোক ঘটনাস্থলে গিয়ে আবুল হোসেনসহ দুই ব্যাক্তি আহতের খবর দেয়। স্থানীয়দের কথায় আমরা আহতদের বিষয়ে জিডি করেছি।