ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলায় নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল মোবাইল কোর্টের মাধ্যেমে অভিযান পরিচালনা করে জব্দ করেছে প্রশাসন। সোমবার (০১ লা ডিসেম্বর) সকালে উপজেলার জহিরের পুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকারে ঐ এলাকার ক্যানেলে থেকে উল্লেখযোগ্য পরিমান চায়না দুয়ারী কারেন্ট জাল উদ্ধার করা হয়। মৎস্য আইনে যাহা সম্পূর্ন নিষিদ্ধ। পরে এসব জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ এর উপস্থিতিতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবীর। অভিযানে ডিমলা থানায় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) রওশন কবীর বলেন, চায়না দুয়ারী কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ । এই জাল ব্যবহারে মৎস্য সম্পদ ধংস করে না জীব বৈচিত্র ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য ঝুকিতে ফেলে এবং আগামীতে দেশী প্রজাতীর মাছের বংশ বিস্তারে বাধা সৃষ্টি করবে। উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ বনে চায়না দুয়ারী কারেন্ট জাল মাছের পোনা থেকে শুরু করে সব ধরনের জলজ প্রানীর জন্য ক্ষতিকর । মৎস্য সম্পদ রক্ষা করতে সকলকে এগিয়ে আসতে হবে এবং আমাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা জানান, জনস্বার্খে এ ধরনের অভিযান নিয়মিত হলে অবৈধ জালের ব্যবহার অনেকটাই কমে আসবে বলে মনে করছেন তারা । তাদের দাবী দেশী প্রজাতীর মাছ রক্ষা করতে হলে মৎস্য অধিদপ্তরকে আরো বেশি বেশি করে অভিযান নিয়মিত পরিচালনা করতে হবে।