সুন্দরগঞ্জে বাজারপাড়া মহাবিদ্যালয়ের প্রদর্শক হুমায়ুন কবীরের বিদায় সংবর্ধনা

2025-12-02 08:06:52

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়া মহাবিদ্যালয়ের দীর্ঘদিনের সফল জীববিজ্ঞান প্রদর্শক মো. হুমায়ুন কবীর এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মহাবিদ্যালয় হলরুমে এক সুশৃঙ্খল ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজারপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আব্দুল কাদের মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ আব্দুছ ছাত্তার। তিনি তাঁর বক্তব্যে অবসরপ্রাপ্ত হুমায়ুন কবীরের কর্মনিষ্ঠা, সততা ও শিক্ষাক্ষেত্রে অবদানের উচ্চ প্রশংসা করেন। তিনি বলেন, “মো. হুমায়ুন কবীর শুধু একজন প্রদর্শক নন; তিনি প্রতিষ্ঠান গড়ার অন্যতম এক নিবেদিত প্রাণ ব্যক্তি।”

বিশেষ অতিথির বক্তব্যে মো. রওশুনুল হক মন্ডল বলেন, “শিক্ষার্থীদের সাথে তাঁর আন্তরিক সম্পর্ক ও দায়িত্ববোধ আজীবন স্মরণীয় হয়ে থাকবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-অধ্যক্ষ আব্দুল হাই মিঞা, প্রভাষক শহিদুল ইসলাম, এমদাদুল হক, খলিলুর রহমান, রেজাউল ইসলাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। বক্তারা সকলেই হুমায়ুন কবীরের কর্মজীবনের স্মরণীয় মুহূর্তগুলোর কথা তুলে ধরে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রদর্শক মো. হুমায়ুন কবীর তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “এই মহাবিদ্যালয়ই আমার জীবনের দ্বিতীয় পরিবার। সহকর্মী, শিক্ষার্থী এবং কর্তৃপক্ষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।” তিনি সকলের সহযোগিতা, শ্রদ্ধা ও স্নেহের জন্য কৃতজ্ঞতা জানান।

পরে তাকে ফুলেল শুভেচ্ছা, স্মারক ও উপহার প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহাবিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীর একজন সদস্য।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিদায় সংবর্ধনাকে কেন্দ্র করে মহাবিদ্যালয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।