পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ
লালমনিরহাট ১ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মু. আনোয়ারুল ইসলাম রাজু পাটগ্রাম উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
সেমবার ১ ডিসেম্বর সকাল ১০ টায় পাটগ্রাম শহীদ আবু সাইদ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়তে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক লালমনিরহাট জেলা আমির প্রভাসক আতাউর রহমান, পাটগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা সোয়াইব হোসেন, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, পাটগ্রাম পৌর জামায়তের আমির সোহেল রানা, সাধারণ সম্পাদক মিরু হাসান, পাটগ্রাম উপজেলা শিবির সভাপতি খোরশেদ আলম।
মতবিনিময় সভায় বক্তব্য প্রেসক্লাব পাটগ্রাম এর সভাপতি ইফতেখার আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, যুগ্ন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ন সম্পাদক সাফিউল ইসলাম সাফি, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক তৌফিকুল সজিব, বাংলাদেশ প্রেসক্লাব এর সভাপতি শহিদুল ইসলামসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন সাংবাদিক বৃন্দ।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মু. আনোয়ারুল ইসলাম রাজু বলেন, ক্ষমতায় গেলে বিরোধী মতোর কারও উপর বিন্দু মাত্র জুলুম হবে না এবং সাংবাদিকদের উদ্যেশ্যে বলেন, আপনারা স্বাধীনভাবে আপনাদের লিখনী চালিয়ে যেতে । তিনি আরও বলেন আমরা যদি ক্ষমতায় যাই আর দেশের মানুষ যদি চায় সংবিধান পরিবর্তন তাহলে আমরা করবো। এসময় পাটগ্রাম উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।