তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবীতে তারাগঞ্জ উপজেলায় কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারি ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন কর্মকর্তা-কর্মচারিরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা ভবনের সামনে এ কর্মসূচীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের মাঠপর্যায়ের কর্মীরা অংশ নেন। কর্মসূচিতে তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা মাঠপর্যায়ে জনস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করতে দায়িত্ব পালন করলেও এখনো সন্তোষজনক পদোন্নতি কাঠামো, বেতন গ্রেড সমন্বয়সহ ন্যায্য দাবিগুলো পূরণ হয়নি। হাড়িয়ারকুঠি ইউনিয়নে দায়িত্বরত পরিবার কল্যাণ পরিদর্শক রেজাউল করিম বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করতে মাঠপর্যায়ের কর্মিদের ভূমিকা অত্যন্ত গরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন না হওয়ায় কর্মিদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আলমপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক ফিরোজ আলম বলেন, যে পদে নিয়োগ পাই, সেই পদেই বিদায় নিতে হয়। এটা বড় বৈষম্য। তাই দ্রুত নিয়োগ বিধি অনুযায়ী বাস্তবায়ন জরুরি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে এবং ধাপে ধাপে কর্মসূচি জোরদার করা হবে।