রাণীশংকৈলে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রির দায়ে জরিমানা

2026-01-15 11:45:18

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার পৌর শহরের দুটি গ্যাস বিক্রয় কেন্দ্রে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বন্দর এলাকার আজমল ট্রেডার্সকে ৫ হাজার এবং কলেজ রোড এলাকার সাইদুর ট্রেডার্সকে ৩ হাজার টাকা অর্থ জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।

এ সময় মজিবুর রহমান বলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।পাশাপাশি ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।