নীলফামারী -০১ ডোমার-ডিমলা আসনে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু

2026-01-24 00:16:13

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ইং কে ঘিরে সংসদীয় আসন নং-১২, নীলফামারী–০১ ডোমার–ডিমলা আসনে আজ থেকে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়েছে।

বৃহস্পতিবার ২২ জানুয়ারী দুপুর থেকে বিভিন্ন প্রার্থীদের নির্বাচন কমিশন থেকে পাওয়া প্রতিক নিয়ে চলছে প্রচারণা। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের একাধিক প্রার্থীর অংশগ্রহণে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা বহুমাত্রিক রূপ ধারণ করছ। ভিন্ন ভিন্ন রাজনৈতিক আদর্শ ও সংগঠন ভিত্তিক শক্তির কারণে ভোটের মাঠে প্রতিযোগিতা জমে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনে বিএনপি সমর্থিত জোট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মাওলানা  মনজুরুল ইসলাম আফেন্দী। তিনি তাদের দলীয় প্রতিক খেজুর গাছ মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।

এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে ধর্মীয়, সামাজিক ও সংগঠনমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন দলটির জেলা আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার। জাতীয় পার্টি (এরশাদ) লাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) তছলিম উদ্দিন সরকার, তিনি সাবেক সেনা কর্মকর্তা হিসেবে পরিচিত অবসর পরবর্তী সময়ে তিনি জাতীয় পার্টীর রাজনীতির সাথে যুক্ত হয়েছেন।

বাংলাদেশ ন্যাপ-এর এর চেয়ারম্যান জেবেল রহমান গাণি তিনি গাভী প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দল চেয়ারম্যান জেবেল রহমান গাণি। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করছেন মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল। খেলাফত মজলিসের পক্ষে দেয়ালঘড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন মাওলানা সাদ্দাম হোসেন জিহাদী। তিনি দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয়। বাসদ (মার্কসবাদী) দলের পক্ষে কাঁচি প্রতীক নিয়ে নির্বাচন করছেন কমরেড রফিকুল ইসলাম। তিনি বামপন্থী রাজনীতির পরিচিত মুখ। এছাড়াও জাতীয় পার্টি (জেপি–মঞ্জু)'র পক্ষে বাইসাইকেল প্রতীকে প্রার্থী হয়েছেন ডা. মখদুম আজম মাশরাফি তুতুল। পেশায় তিনি একজন  চিকিৎসক হিসেবে পরিচিত। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের পক্ষে টেলিভিশন প্রতিকের প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম।