হরকলি যুব সমাজের উদ্যোগে কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়

2026-01-24 00:00:06

আঃ রহিম, রংপুর সদর:  

হরিদেবপুর ইউনিয়নের, ৫নং ওয়ার্ডের হরকলি যুব সমাজের উদ্যোগে  (২য় ) তম এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। ২১শে জানুয়ারি ২০২৬ ইং রোজ বুধবার সময় বাদ আছর হইতে হরকলি ফজিল ডিগ্রী মাদরাসার মাঠে মাহফিলটি অনুষ্ঠিত হয়। তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডাঃ মোঃ ফিরোজ হোসেন ( নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন ও সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নাক-কান-গলা বিভাগ রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল। মাহফিলে সভাপতিত্ব করেন মাওঃ মোঃ আজিবার রহমান ( সাবেক সভাপতি হরকলি ফজিল ডিগ্রী মাদরাসা। সহ সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ  গোলজার হোসেন। প্রধান মেহমান  মোঃ আনিচুল রহমান আনিছ ( বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক।  বক্তব্য রাখেন মাহফিল আয়োজক কমিটির সভাপতি মোঃ এনামুল হক। সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মহিউদ্দিন মখদুমী। উক্ত মাহফিলে ওয়াজ পেশ করেন দেশ বরেন্য আলেম সহ স্থানীয় ওলামায়ে কেরামগণ।