নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালা ও নির্বাচন সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে গঙ্গাচড়া উপজেলার অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। রংপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসার এর আয়োজনে গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, এনডিসি। রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. এনামুল আহসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, জেলা নির্বাচন অফিসার মো. আব্দুর রহিম। এসময় উজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোছা. জেসমিন আক্তার, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সকল কর্মকর্তাকে প্রস্তুত থাকতে হবে। প্রশিক্ষণে নির্বাচন সংক্রান্ত আইন, ভোট গ্রহণ পদ্ধতি, ভোট কেন্দ্র পরিচালনা এবং সার্বিক নিরাপত্তা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।