বিনোদন ডেস্ক :
শরীফুল রাজের ফেসবুক আইডি থেকে ফাঁস হওয়া ছবি ও ভিডিও নিয়ে আইনি পদক্ষেপ নেবেন বলে হুশিয়ারি দিয়েছিলেন সুনেরাহ বিনতে কামাল। তবে সুনেরাহ এবার আইনি পদক্ষেপ থেকে সরে দাঁড়িয়েছেন।
আসছে ঈদে তার অভিনীত ‘অন্তর্জাল’ সিনেমা মুক্তি পাচ্ছে। এ উপলক্ষে সোমবার (৫ জুন) রাজধানীর বারিধারায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সুনেরাহ। এ সময় ‘অন্তর্জাল’ নিয়ে কথা বলার পাশাপাশি সম্প্রতি প্রকাশ্যে আসা ভিডিও ও ছবি নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে সুনেরাহ নিজের ব্যবহৃত ভাষা নিয়েও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, যাদের কমনসেন্স আছে, তারা আমাকে দোষ দিয়ে কথা বলবে না। আমি কিছুই করিনি। আমি আগে যে সুনেরাহ ছিলাম, এখন আর তা নেই। আমি ভাইরাল ভিডিওতে যে ভাষা ব্যবহার করেছি, তার জন্য সবার কাছে স্যরি।