তারাগঞ্জ কৃষি ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে ঘুষ অনিয়ম ও দুর্নীতিতে অপসারনের দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ

আমাদের প্রতিদিন
2024-07-17 08:37:56

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলা সদরের কৃষি ব্যাংক ম্যানেজার ওমর ফারুকের বিরুদ্ধে  ঘুষ, অনিয়ম ও দুর্নীতী সহ কৃষকদের হয়রানির প্রতিবাদে আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের উপজেলা প্রেসক্লাব চত্বরের সামনে মানব বন্ধন ও বিক্ষোভ করেছে শত শত কৃষক।

মানব বন্ধন সমাবেশে বক্তব্য দেন কৃষক পাপন দত্ত রায়, রহমান মন্ডল , হরলাল রায় সহ অন্যান্যরা। সমাবেশে কৃষকরা অভিযোগ করেন  ভরা মৌসুমে সবজি সহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য তারাগঞ্জ উপজেলা কৃষি ব্যাংক শাখায় কৃষকরা ঋন নেবার জন্য দিনের পর দিন জমির কাগজ পত্র নিয়ে গেলে ব্যাংক ম্যানেজার আগাম ঘুষ না দিলে ঋন দেন না । ব্যাংক ম্যানেজারের সেচ্ছাচারিতা আর দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করেও কোন প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে মানব বন্ধন আর বিক্ষোভ করছে বলে অভিযোগ করে কৃষকরা। ঋনের টাকা পরিশোধ করতে গেলেও ঋণ গ্রহীতাদের নিকট থেকে যেমন অতিরিক্ত টাকা দিতে হয়। তেমনি ঋন পেতেও অনেক কৃষককে হয়রানীর স্বীকার হতে হয়। ঋণ না পাওয়ায় শত শত কৃষক শষ্য চাষাবাদ করতে পারছেনা বলে ম্যানেজারকে দায়ী করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে তার অপসারন দাবি করেন। তারাগঞ্জ রাকাব শাখার ম্যানেজার ওমর ফারুক তার বিরুদ্ধে অভিযোগ গুলো ভিত্তিহীন বলে দাবী করে বলেন, কৃষি ব্যাংক থেকে ঋন নিতে কোন টাকা নেয়া হয় না।