পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :
পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান এর বাড়িতে হামলা,দুটি মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ উঠেছে.. ঘটনাটি ঘটেছে উপজেলার ৭নং পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপীনাথপুর গ্রামে।
এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়,১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে পূর্ব গোপিনাথপুর বাজারস্থ আজিজার রহমান ডিলারের পুত্র ও সদ্য চেয়ারম্যান পদ হারানো মাহবুবুর রহমানের সাথে প্রতিবেশী সাদা মিয়ার ছেলে মিজানুর রহমান মিজানের স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের গেট তৈরীকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটকাট হয়। পরবর্তীতে এরই জের ধরে মিজানুর গং-রা বহিরাগত লোকজন নিয়ে মাহবুবুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে দুটি মোটরসাইকেল ভাংচুর করে ও তার শিশু কন্যা মৌমিতা (৮) কে মারধর করেছে বলে জানান মাহবুবুর রহমান ও তার পরিবার। পলাশবাড়ী হরিনাবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মামলার প্রস্তুতি চলছে।।