খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের অক্টোবর মাসের মাসিক ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিনের সঞ্চালনায় ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের মাসিক ও আইনশৃঙ্খলা কমিটির সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দাপ্তরিক চিত্র তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন, থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, ছয় ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।