মাদক নির্মূলে কারও সঙ্গে আপোষ নাইঃএমপি আসাদুজ্জামান বাবলু

আমাদের প্রতিদিন
2024-07-27 08:37:19

নির্মল রায়,গঙ্গাচড়া (রংপুর):

আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আছি। এজন্য কেউ মাদকসেবী ও মাদক কারবারিদের আশ্রয়-প্রশ্রয় দিবেন না। মাদকের কারণে কেউ আটক হলে রাজনৈতিক নেতা বা প্রভাবশালী কোনো ব্যক্তি যেন সেই মাদক কারবারির পক্ষে না বলেন, সবাইকে সেই অনুরোধ করছি।

এসব কথা বলেছেন রংপুর ১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু।

তিনি শনিবার দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের শেখপাড়া ব্রীজ এর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে মাদকবিরোধী মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমি কমিটমেন্ট করেছি, মাদক নির্মূল করতে হবে।

এজন্য মর্ণেয়া ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে  শিক্ষক, মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে মাদক বিরোধী কমিটি গঠন করা হবে।

যদি সবাই মিলে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই তবেই মাদক নির্মূল করা যাবে।

মর্ণেয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন আলী মাগুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, ওসি মাসুমুর রহমান, গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মতিন অভিসহ মর্ণেয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।