গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় অতি দরিদ্র ৩৭টি পরিবারের মাঝে বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে হাঁস বিতরণ করা হয়েছে। দরিদ্র পরিবার গুলোর অর্থনৈতিক উন্নয়ন করার লক্ষে পরিবার প্রতি ২০টি করে মোট ৭৪০টি ১২ থেকে ১৪ সপ্তাহ বয়সী হাঁস বিনামূল্যে দেয়া হয়। সোমবার সকালে উপজেলার গজঘণ্টা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে হাঁস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শাহনাজ নাজনীন। এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম,
প্রোগ্রাম অফিসার ফারুক হোসেন, লাইভলীহুড প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট তাহমিদুর রহমান, ইউপি সদস্য ঝর্ণা বেগম উপস্থিত ছিলেন।